Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৬ জন, হাসপাতালে ভর্তি ৪৪ জন

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

শান্ত বণিক, নরসিংদী

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যে এ তথ্য জানা গেছে। তবে এ সময়ের মধ্যে কোনো ডেঙ্গুজনিত মৃত্যুর খবর পাওয়া যায়নি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারি হাসপাতালে ১৬ জন নতুন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। একই সময়ে ১৬ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ২৪ জন, জেলা সদর হাসপাতালে ১০ জন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন এবং রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ভর্তি আছেন। বেলাব, পলাশ ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী নেই।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত নরসিংদীতে মোট ৯৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। তবে এখনো পর্যন্ত জেলায় কোনো ডেঙ্গুজনিত মৃত্যুর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।