স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা হত্যার এজাহারভুক্ত আসামি আসাদুজ্জামান নান্নু খাঁন কে আটক করেছে কালিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০অক্টোবর) ভোর রাতে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের মেয়ের জামাই বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসাদুজ্জামান নান্নু শুক্তগ্রামের মৃত রাহেন খানের ছেলে।
গত ২৭ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে মাসুদ রানা শুক্তগ্রা বাজার থেকে বাড়ি ফেরার পথে শুক্তগ্রাম গোরস্থান এলাকায় পৌঁছালে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্বার করে প্রথমে কালিয়া হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। নিহত মাসুদ রানা শুক্তগ্রামের সবুর শেখের ছেলে।
হত্যাকান্ডের ঘটনায় বুধবার(২৯অক্টোবর রাতে নিহত মাসুদ রানার ভাই ওমর সানী বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ ৪/৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (৩০অক্টোবর) দুপুরে জানান, নিহত স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানার ভাই ওমর সানী বাদী হয়ে রাতে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।পরেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে এজাহারভুক্ত আসামি আসাদুজ্জামান নান্নু কে আটক করা হয়। আটককৃত আসামি নান্নু কে নড়াইল আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.