Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে রাস্তায় বাঁশের বেড়া, দুই পরিবার অবরুদ্ধ

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর গ্রামে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে দুই পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে নুর মোহাম্মদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

গত দু’দিন অতিবাহিত হলেও বাঁশের বেড়া না সরানোয় প্রতিকার চেয়ে বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী পরিবার পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২৯ অক্টোবর) সকালে মৃত ফজেল উদ্দিন প্রামানিকের ছেলে এমদাদুল মাঠে কাজ করতে গেলে প্রতিবেশী মৃত ইউসুব আলীর ছেলে নুর মোহাম্মদ প্রতিহিংসার বশবর্তী হয়ে এমদাদুল ও তার ভাই জাইদুল ইসলামের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বাঁশ দিয়ে ঘিরে অবরুদ্ধ করে রাখে। পরে মাঠ থেকে বাড়ি ফিরে রাস্তা বন্ধ দেখে এমদাদুল প্রতিবেশীকে কারণ জানতে চাইলে নুর মোহাম্মদ জানায়, “নিজের জায়গা ঘিরেছি।”

ঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগী এমদাদুল ইসলাম ও জাইদুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত নুর মোহাম্মদ বলেন, “আমার জায়গা আমি ঘিরে নিয়েছি। কে বাড়ি থেকে বের হতে পারলো কি না, সেটা আমার বিষয় নয়।”

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, “অভিযোগ পেয়েছি। সমাধানের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।