Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের কৃষি অফিস চত্বরে ১৪ ইউনিয়নের প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণর করা হয়।

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহমেদ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন।

২০২৫-২০২৬ অর্থ বছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার ৭২০ জন কৃষকের মাঝে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শসা সহ বিভিন্ন প্রজাতির সবজি ও অন্যান্য ফসলের বীজ ও সার সররাহ করা হয়। এছাড়াও ৯ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে গম, সরিষা, সূর্যমুখী (ও পি), সূর্যমুখী (হাইব্রীড), চিলাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় বীজ বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।