দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের কৃষি অফিস চত্বরে ১৪ ইউনিয়নের প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণর করা হয়।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহমেদ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন।
২০২৫-২০২৬ অর্থ বছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার ৭২০ জন কৃষকের মাঝে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শসা সহ বিভিন্ন প্রজাতির সবজি ও অন্যান্য ফসলের বীজ ও সার সররাহ করা হয়। এছাড়াও ৯ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে গম, সরিষা, সূর্যমুখী (ও পি), সূর্যমুখী (হাইব্রীড), চিলাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় বীজ বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.