
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় নিখোঁজের একদিন পর নাজমুল সরকার (১৫) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামে জনৈক আবু বক্কার সিদ্দিকের বাড়ির পাশের আমাই ডাঙ্গা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাজমুল সরকার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের মোঃ তোজাম্মেল সরকারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমুল ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিল। সে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত এবং মাঝে মাঝে কয়েক দিন পর বাড়িতে ফিরে আসত। নিরাপত্তার স্বার্থে তাকে মাঝে মধ্যে শিকল দিয়ে রাখা হতো।
নিহতের বাবা মোঃ তোজাম্মেল সরকার জানান, “গত বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ছেলের পায়ের শিকল খুলে দিলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পান, গোয়ালজানি গ্রামের একটি বিলে একটি মরদেহ ভাসছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করি। আমার ছেলে মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিল। ধারণা করা হচ্ছে, বিলের পানিতে পড়ে সে মারা গেছে। আমাদের কারও কোনো অভিযোগ বা সন্দেহ নেই।”
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যুর ঘটনা বলে মনে হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.