আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটার ঐতিহ্যবাহী টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ৩০ অক্টোবর সকাল ৯টায় বিদ্যালয়ের হলরুমে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়।
বিদ্যালয়ের অফিস কক্ষে গোপন ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯৪ জন। তার মধ্যে ২২৯ জন ভোটার উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রদান করেন।
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দেবহাটা উপজেলা সহকারী কৃষি অফিসার জয়দেব কুমার পাল। প্রশাসনিক সহযোগিতা করেন দেবহাটা থানার পুলিশ সদস্য ফয়সাল ও এবাদত হোসেন। অভিভাবক প্রতিনিধি হিসেবে ৪ পদে ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রার্থীরা হলেন- ১। মেহেদী হাসান কাজল, ২। মোঃ রেজাউল ইসলাম ৩। মোঃ শরিফুল ইসলাম ৪। মোঃ শাহিন পারভেজ ৫। মোঃ শরিফুল ইসলাম ৬। মোঃ সাবদুল হোসেন ও ৭ মোঃ মাহমুদ রহমান।
নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন। ফলাফলে মোঃ রেজাউল ইসলাম ১১২ ভোট, মোঃ শাহিন পারভেজ-১০৯ ভোট, মেহেদী হাসান কাজল-১০৫ ভোট ও সাবদুল হোসেন-১০১ ভোট পেয়ে নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.