Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে বিদ্যুৎ সংযোগ দিতে আসা তিন লাইনম্যানকে পিটুনি

ফেনী প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের সময় তিন পল্লীবিদ্যুৎ লাইনম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত লাইনম্যানরা হলেন—সমরাজ হোসেন, শুভাশীষ রায় ও মোছাব্বের হোসেন। হামলাকারীরা তাদের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগের দিন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নেতৃত্বে এই হামলা চালানো হয়।

জানা যায়, বুধবার ভোররাতে পশ্চিম জয়পুরের মোকছেদ আলী মিয়াজী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ক্ষুদ্র ব্যবসায়ী মোশারফ হোসেন, প্রতিবন্ধী আলী আশরাফ, কৃষক আলী আজগর, শাহজাহান ও প্রবাসী মোস্তফার ঘর পুড়ে যায়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।

এলাকাবাসীর অভিযোগ, আগুন লাগার সময় বিদ্যুৎ সংযোগ বন্ধের জন্য উপজেলা পল্লীবিদ্যুৎ কার্যালয়ে ফোন দিলেও কেউ সাড়া দেননি। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই পাঁচ পরিবারের সবকিছু পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে লাইনম্যানরা বিচ্ছিন্ন বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপনের জন্য গ্রামে গেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধরা তিনজনকে মারধর করেন এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করেন।

ছাগলনাইয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোস্তফা কামাল বলেন, “কিছু ক্ষুব্ধ ব্যক্তি আমাদের তিন লাইনম্যানের ওপর হামলা চালিয়েছে। এতে তারা আহত হয়েছেন, দুটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, “বিক্ষুব্ধ জনতার হাতে তিন লাইনম্যানের লাঞ্ছিত হওয়ার কথা শুনেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।