 
     রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার সোনাডাঙা বৃহত্তর পাইকারি কাঁচাবাজারে চাঁদাবাজি ও প্রকাশ্যে অর্থ আদায়ের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে বাজারের পরিবেশ। অভিযোগ উঠেছে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সরোয়ারের বিরুদ্ধে। ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা এবং ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এই নেতার বিরুদ্ধে ভুক্তভোগীরা বলছেন, বাজারে প্রবেশ করা ভ্যান, রিকশা ও ইজিবাইক থেকে প্রতিদিনই ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে।
ভুক্তভোগীরা জানালেন, “প্রতিদিন ভ্যান বা রিকশা নিয়ে বাজারে ঢুকলে টাকা দিতে হয়। কেউ দিতে অস্বীকার করলে ধাক্কাধাক্কি বা গালাগালির মুখোমুখি হতে হয়। এটা শুধু আমাদের নয়, বাজারে আসা সব ছোট ব্যবসায়ীর জন্য ভীতি সৃষ্টি করছে।”
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারের প্রবেশদ্বারে কয়েকজন ব্যক্তি নিরবিচ্ছিন্নভাবে ভ্যান, রিকশা ও ইজিবাইক থেকে টাকা তুলছেন। স্থানীয় ভ্যানচালক আব্দুর রহিম জানান, “প্রতিটি যানবাহনকে ১০ টাকা দিতে হয় ঢুকতে এবং বের হতে। এটা প্রতিদিন হাজার হাজার টাকার হিসাব হয়। আমরা এতে সব সময়ই চাপের মুখে থাকি।”
খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ও ২১ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি বাবলু খলিফা বলেন, “যে টাকা নেওয়া হচ্ছে সেটা বাজারের শৃঙ্খলা, পার্কিং ও নিরাপত্তা দেখাশোনার জন্য। ট্রাক শ্রমিক ইউনিয়নের তহবিলে এই টাকা যায় না।”
অভিযোগের বিষয়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সরোয়ার বলেন, “বাজার কমিটির সঙ্গে আমরা ট্রাক শ্রমিক ইউনিয়ন মিলিয়ে বাজার দেখাশোনা করি। বাজারের মেইনটেনেন্সের জন্য নেওয়া টাকা আমাদের তহবিলে আসে না। বাজার কমিটি ও আমাদের প্রতিটি পদে থাকা ৬ জন মিলে কাজ পরিচালনা করি।”
সোনাডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন জানান, “এরকম অভিযোগ আমরা আগেও পেয়েছিলাম। উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তখন অভিযান চালানো হয়েছিল, কিন্তু কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তবে আমরা বিষয়টি নজরে রেখেছি এবং প্রয়োজনে পুনরায় অভিযান করা হবে।”
ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা বলছেন, “ট্রাক শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে এই প্রকাশ্য চাঁদাবাজি সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া প্রতিদিন এই অবস্থা চলতে থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.