Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাই-এর বিরুদ্ধে গভর্নিং বডির সহ-সভাপতি মো. আব্দুল হান্নান গংদের করা “মিথ্যা ও ষড়যন্ত্রমূলক” অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অধ্যক্ষ মো. আব্দুল হাই।

 

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মো. আব্দুল হাই বলেন, “গত ২৫ অক্টোবর গভর্নিং বডির সহ-সভাপতি মো. আব্দুল হান্নানসহ কয়েকজন ব্যক্তি আমার বিরুদ্ধে অসত্য, ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমার সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।”

 

তিনি আরও বলেন, “অভিযোগের জবাবে আমি তথ্য-প্রমাণসহ সাংবাদিকদের সামনে সত্য তুলে ধরেছি। এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

 

উল্লেখ্য, গত বুধবার (২৫ অক্টোবর) আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাই-এর বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, জালিয়াতি, নিয়োগ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে গভর্নিং বডির সহ-সভাপতি মো. আব্দুল হান্নানসহ শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।