রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নদীপাড় পারাপারের ঝুঁকি কমাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নৌকা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে গোয়ালবাড়ির চর ঘাট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায় ও শিক্ষার্থীদের হাতে নৌকাটি তুলে দেন।
নৌকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন উদ্দীন, বিদ্যালয়ের সভাপতি মোস্তফা উল বারী লাভলু, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ, শিক্ষক গৌর চন্দ্র ঘোষ, বিপ্রজিৎ সাহা, জেজেএস সংস্থার তানিয়া ইসলাম ও তারেক বিন ওয়াহিদ, এবং শিক্ষার্থীরা স্মেহা, দিশা মজুমদার, মুজাহিদুল ইসলাম, সুরাইয়া নাজনিন প্রমুখ।
জানা গেছে, আনন্দনগর ও পুটিমারি এলাকার শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার জন্য মাঝখানের নদী পার হতে হতো। দীর্ঘ পথ ও নদীপাড় পারাপারে শিক্ষার্থীরা নানা ঝুঁকিতে পড়তেন। বিষয়টি রূপসা উপজেলা শিশু ফোরামের সদস্যরা এনজিও জেজেএস এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার কাছে তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে নৌকা পৌঁছানো হলে তারা জানান, এটি তাদের স্কুল যাতায়াত অনেক সহজ ও নিরাপদ করে তুলবে। রূপসা উপজেলা প্রশাসনের এই পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                 
                                 
                                 
                                