Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মেয়াদ শেষে সোনামুখী মেলায় প্রশাসনের উচ্ছেদ অভিযান

সিরাজগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

মেয়াদ শেষ হলেও চলছিলো সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী মেলা। প্রশাসনের নির্দেশনা অমান্য করে মেলা চালিয়ে যাওয়ায় অবশেষে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

 

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

 

জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের অনুমোদনে গত ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের জন্য সোনামুখী মেলার অনুমতি দেওয়া হয়। তবে নির্ধারিত মেয়াদ শেষে মেলা বন্ধ না করে আয়োজক কমিটি মেলা চালিয়ে যাচ্ছিল। এতে প্রশাসনের একাধিক সতর্কতা উপেক্ষা করায় এদিন উচ্ছেদ অভিযান চালানো হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “মেলা বন্ধ করতে আয়োজক কমিটিকে বারবার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা অমান্য করেছে। সরকারি নির্দেশনা লঙ্ঘনের কারণে আজ অভিযান চালিয়ে মেলা উচ্ছেদ করা হয়েছে।”

 

তিনি আরও বলেন, “অভিযান চলাকালে ক্ষুদ্র ও কুটিরশিল্প ব্যবসায়ীদের মধ্যে তিনজন অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা দেন। তাদের পণ্যের ক্ষতি বিবেচনায় দ্রুত সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।”

 

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, “অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। মেলার সকল স্থাপনা সম্পূর্ণ সরিয়ে নেওয়া না হওয়া পর্যন্ত তাদের ছেড়ে দেওয়া হবে না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।