সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় রঞ্জু আহমেদ (৩৫) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাটিকুমরুলের ধোপাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রঞ্জু আহমেদ উপজেলার চড়িয়াশিকা দক্ষিণপাড়ার ইয়াসিন আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, “চালক রঞ্জু ভ্যানে মাছবোঝাই করে উল্টো পথে মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                        
                        
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                