গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাসিন্দা অসহায় ও দুঃস্থ পরিবারের পাঁচ শতাধিক নারী ও পুরুষ একসাথে পেলেন বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা সেবা এবং ওষুধ। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল নয়টা থেকে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে এ সেবা পেয়ে বেজায় খুশি প্রত্যন্ত গ্রামাঞ্চলের নারী-পুরুষরা।
জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের প্রত্যন্ত মৈস্তারকান্দি গ্রামের ব্যাপিস্ট চার্চ মিশন মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন সাইনিং ডেভেলপমেন্ট সোসাইটি।
দিনব্যাপী ওই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন গৌরনদী উপজেলা হাসপাতালের গাইনী ও প্রসূতি বিশেষ্ণ এমবিবিএস চিকিৎসক ডা. মেহেদী হাসান নাঈম এবং মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. গৌরব মজুমদার বিক্রম। তাদের সহযোগি হিসেবে হাসপাতালের দুইজন নার্স মেডিক্যাল ক্যাম্পে সহায়তা প্রদান করেছেন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজক সাইনিং ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক দুলাল রায় বলেন-দীর্ঘবছর যাবত গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে সাইনিং ডেভেলপমেন্ট সোসাইটির সদস্যরা স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় অর্থাভাবে চিকিৎসা সেবা বঞ্চিত প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারের রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসদের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে ওষুধ বিতরণ করার জন্য আমাদের এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন। তবে মেডিক্যাল ক্যাম্পে গ্রামাঞ্চলের সর্ব শ্রেনীর পেশার মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন।
মেডিক্যাল ক্যাম্পে সংগঠনের ক্যাশিয়ার পল্লব বৈদ্য, উপদেষ্টা রেভা বিদ্যুৎ রায়, শিশু রঞ্জন ঢালীসহ অন্যান্য সদস্যরা সহযোগিতা করেছেন।
চিকিৎসা সেবা নেয়া রঞ্জিত বাড়ৈ, সুম্মিতা বালা, ইলিয়াস হোসেন, রেবেকা বেগমসহ এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা সেবা এবং ওষুধ পেয়ে সকলেই মহাখুশি। তারা সকলেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গ্রামের দরিদ্র পরিবারের নারী-পুরুষদের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে পেরে নিজেদের ধন্য মনে করে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মেহেদী হাসান নাঈম এবং ডা. গৌরব মজুমদার বিক্রম বলেন-এভাবে অন্যান্য সংগঠনগুলো এগিয়ে আসলে আমরা তাদের ক্যাম্পে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করবো।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহতা জারাব সালেহিন বলেন-প্রথম উপজেলা নির্বাহী অফিসার স্যার আমাকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে বিষয়টি আমার কাছে খুব ভাল মনে হওয়ায় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকসহ নার্সদের ওই ক্যাম্পে পাঠিয়েছি। ভবিষ্যতে স্বেচ্ছায় কোন সংগঠন থেকে এধরনের মহতি উদ্যোগ গ্রহণ করলে তাদেরকেও সহযোগিতা করা হবে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন-সাইনিং ডেভেলপমেন্ট সোসাইটির নেতৃবৃন্দরা যখন স্বেচ্ছায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প করার জন্য অনুমতি নিতে আমার কাছে এসেছেন, তখন তাদের লক্ষ্য ও উদ্দেশ্য শুনে আমার খুব ভাল লেগেছে। এভাবে তাদের (সাইনিং ডেভেলপমেন্ট সোসাইটি) মতো অন্যান্য সংগঠনগুলো স্বেচ্ছায় এগিয়ে আসলে প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের কেউ অর্থাভাবে আর চিকিৎসা সেবা বঞ্চিত হবেন না।
এমন উদ্যোগ নিয়ে কোন সংগঠন এগিয়ে আসলে তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.