ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় চোখে টর্চ লাইট ধরা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এরশাদ আলী (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার পশ্চিম সোহাগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী ওই গ্রামের মৃত হাছেন আলীর ছেলে। তবে ঘটনার নেপথ্যে মাদক ব্যবসা নিয়ে পুরনো দ্বন্দ্ব ছিল বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম সোহাগীপাড়া গ্রামের মানিকের দোকানে সিগারেট কিনতে যান এরশাদ আলী। এসময় একই গ্রামের আবুল হোসেনের ছেলে সাকিব টর্চলাইটের আলো তার চোখে ফেলে বিরক্ত করে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এরশাদ আলী বাড়ি ফিরে যান।
এরপর রাতে সাকিব তার মাদক ব্যবসায়ী সহযোগী শাহজাহানসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে দল গঠন করে। ভোরে তারা এরশাদ আলীকে ফোনে ডেকে এনে পুনরায় ঝগড়া বাঁধায়। একপর্যায়ে তারা এরশাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দোকানদার মানিক, সাকিব ও আশরাফ নামে তিনজনকে আটক করে।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার বলেন, “ঘটনার পরপরই তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে, বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                 
                                 
                                 
                                