স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে প্রায় এক ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি জয়দেবপুর জংশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ পাওয়ারকার বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনের গতিপথ বাধাগ্রস্ত হয় এবং উভয় দিকের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে জয়দেবপুর থেকে মোহনগঞ্জগামী ট্রেনটি কিছু দূর অতিক্রম করার পর হঠাৎ বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। প্রায় এক ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকার পর বিকল্প রুটে ট্রেন চলাচল শুরু হয়। টঙ্গী থেকে উদ্ধারকর্মীরা এসে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, ট্রেনটির যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনায় কেউ হতাহত হননি। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর এলাকাবাসী দ্রুত যাত্রীদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেন। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় জয়দেবপুর স্টেশনে যাত্রীদের মধ্যে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়।
রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.