Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ীর আলাদিপুর যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সফল তরুণ উদ্যোক্তারা অংশ নেন এবং তাদের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তারা বলেন, প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণের মাধ্যমে তরুণ সমাজ নতুন উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভর হতে পারে। এতে দেশের বেকারত্ব হ্রাসের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “সরকার তরুণদের দক্ষতা বৃদ্ধিতে নানা প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা কর্মসূচি গ্রহণ করেছে, যাতে তারা স্বল্প খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে পারে।”

যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক চায়না ব্যানার্জি বলেন, “যুব উন্নয়ন অধিদপ্তর দেশের তরুণ সমাজের দক্ষতা উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। নারী উদ্যোক্তাদের অংশগ্রহণও দিন দিন বাড়ছে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৌদ্ধ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এবং জেলার বিভিন্ন উদ্যোক্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।