রাজবাড়ী প্রতিনিধি
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ীর আলাদিপুর যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সফল তরুণ উদ্যোক্তারা অংশ নেন এবং তাদের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন।
বক্তারা বলেন, প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণের মাধ্যমে তরুণ সমাজ নতুন উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভর হতে পারে। এতে দেশের বেকারত্ব হ্রাসের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “সরকার তরুণদের দক্ষতা বৃদ্ধিতে নানা প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা কর্মসূচি গ্রহণ করেছে, যাতে তারা স্বল্প খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে পারে।”
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক চায়না ব্যানার্জি বলেন, “যুব উন্নয়ন অধিদপ্তর দেশের তরুণ সমাজের দক্ষতা উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। নারী উদ্যোক্তাদের অংশগ্রহণও দিন দিন বাড়ছে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৌদ্ধ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এবং জেলার বিভিন্ন উদ্যোক্তা।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                 
                                 
                                 
                                