বেনাপোল(যশোর) প্রতিনিধি
যশোরের শার্শায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা জনসাধারণের মাঝে প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা আয়োজন করা হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও ধানের শীর্ষের মনোনয়নপ্রার্থী খায়রুজ্জামান মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহের উল্লাহ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি সোহরাব হোসেন, জেলা কৃষক দলের সদস্য মিলন হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দের সঙ্গে জনসাধারণের মাঝে বাজারে লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির ঘোষিত ৩১ দফার তাৎপর্য তুলে ধরা হয়।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                 
                                 
                                 
                                