Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় আজিজুল বারী হেলালের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

খুলনা প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা-৪ (তেরখাদা–রুপসা-দিঘলিয়া) আসনে বিএনপির রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী আজিজুল বারী হেলালের পক্ষে শুক্রবার বিকেলে তেরখাদায় অনুষ্ঠিত হয়েছে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি।

তেরখাদা উপজেলা সদরের কাটেঙ্গা, জয়সেনা ও তেরখাদা বাজার এলাকাজুড়ে বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। তারা জনসাধারণের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ও রাজনৈতিক লক্ষ্য তুলে ধরেন এবং বিএনপির প্রতীক ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সাজ্জাদ হোসেন নান্টা, মোল্লা হুমায়ুন কবিরসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আজিজুল বারী হেলাল মাঠের একজন সংগ্রামী নেতা হিসেবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে তেরখাদায় নতুন করে রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠা ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। সেই লক্ষ্যেই আজিজুল বারী হেলালের পক্ষে ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

নেতাকর্মীদের বিশ্বাস, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তেরখাদার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিক গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।