নরসিংদী প্রতিনিধি
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বকশালীপুর এলাকায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (গতকাল) দিবাগত রাতে কামাল মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত গভীরে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা দিলে বাড়ির লোকজন প্রাণ বাঁচাতে দৌড়ে বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কামাল মিয়ার দুইটি বসতঘর ও একটি গোয়ালঘরে। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরবাড়ি পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কেউ তাৎক্ষণিক ভাবে বলতে পারেনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
নরসিংদী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত ও কারণ অনুসন্ধানে কাজ চলছে। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
স্থানীয়রা জানান, এই ঘটনায় কামাল মিয়ার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.