খুলনা প্রতিনিধি
“ক্ষমতা নয়, আমাদের লক্ষ্য জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া। যারা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, তারা বিএনপির আদর্শ বোঝে না। আহত কর্মীদের ত্যাগ কখনও বৃথা যাবে না।”
এভাবেই শুক্রবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক।
রূপসা উপজেলার কাজদিয়া এলাকায় সম্প্রতি সংঘর্ষে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান তিনি। আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে আলাপ করে তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান।
পারভেজ মল্লিক বলেন, “যারা ভয় দেখিয়ে মানুষকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়, তারা আসলে জনগণের শক্তিকেই ভয় পায়। বিএনপি জনগণের দলে বিশ্বাসী, ভয়-ভীতির রাজনীতিতে নয়।”
তিনি আহত নেতাকর্মীদের উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে আরও বলেন, “এই কর্মীরা শুধু রাজনীতির সহযোদ্ধা নন, তারা আমার পরিবারের সদস্য। তাদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব আমি নিজে নিয়েছি। দলের পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, রূপসা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, তানজিল হাসান, রবিউল ইসলাম লাখু, শাহজাদা শান্ত শেখ, গোলজার আলমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পারভেজ মল্লিকের সফরে হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আহতদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “এই ত্যাগই আমাদের আন্দোলনের প্রেরণা। জনগণের অধিকার আদায়ে আমরা কেউ পিছু হটবো না।”

