Nabadhara
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে যৌতুকের দাবিতে স্বামীর হাতে স্ত্রী আহত

স্টাফ রিপোর্টার নড়াইল
নভেম্বর ১, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলে যৌতুকের টাকার দাবিতে শান্ত বেগম (২৭) নামে এক গৃহবধুকে পিটিয়ে আহত করেছে স্বামী মোহাম্মদ রিফায়েত হোসেন।শান্তা বেগম বর্তমানে নড়াইল সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । শিশু সন্তান রমিম মা শান্তার পাশে দিশেহারা হয়ে কাদছে। রিফায়েত হোসেন রামচন্দ্রপুর গ্রামের আনসার উদ্দিনের ছেলে। শান্তা বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের সৈয়দ আরোজ আলীর মেয়ে।

শনিবার(১নভেম্বর) দুপুরে সদর হাসপাতালে ভর্তি শান্তা বেগম কাঁদতে কাঁদতে জানান, বাবা আমার সুখের জন্য স্বামীকে বিদেশ পাঠানোর জন্য সাড়ে চার লক্ষ টাকা দেয়। সেই টাকা দিয়ে রিফাযৈত বিদেশ না গিয়ে মাদকের ব্যবসা শুরু করে। আমি মাদকের ব্যবসা বন্ধ করতে এবং আমার বাবার দেয়া সাড়ে ৪ লক্ষ টাকার হিসাব দিতে বললে আমাকে প্রায়ই মারধর করে। পরে আমি বাবার বাড়িতে চলে যাই। আমার স্বামী পরে আমাকে বুঝিয়ে সুঝিয়ে আবার তাদের রামচন্দ্রপুর গ্রামের বাড়িতে নিয়ে আসে। তারপর আমাকে বলে ওই টাকা দিতে পারব না এবং আরও টাকা দাবি করে। আমি না দিতে চাইলে বুধবার ঘরের ভিতর আটকে দরজা বন্ধ করে মারধর করে ও আটকে রাখে। আমার ছেলে রমিম ঘরের দরজা খুলে দিলে আমার জায়েরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমি থানায় অভিযোগ করেছি।

এবিষয়ে স্বামী রিফায়েত হোসেন জানান,পারিবারিক কারনে আমার স্ত্রী কে মারা হয়েছে। যৌতুক দাবি করা হয় নেই।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন,লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।