স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলায় বিএনপি এবং বিজেপি (আন্দালিব রহমান পার্থ) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিএনপি ও বিজেপির নির্বাচনী প্রচারণার কর্মসূচি ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর সাড়ে ১২ টার দিকে নতুন বাজার বিজেপি অফিসের সামনে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে নতুন বাজার থেকে প্রেসক্লাব পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়।
এসময় দুই সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এসময় অন্ততঃ ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান, তাদের শান্তিপূর্ণ মিছিলের পিছন দিক থেকে বিজেপির কর্মীরা অতর্কিতে হামলা চালায়। এতে সংঘর্ষের গটনা ঘটে। তিনি আরও জানান, ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন বানচাল করার হীন উদ্দেশ্যে তারা পায়ে পারা দিয়ে সংঘাত সৃষ্টি করছে। শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করছে।
অপর দিকে সদর বিজেপির প্রচার সম্পাদক এ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, মূল বিএনপি নয়, বিএনপির একটি গ্রুপ তাদের অফিসে হামলা করেছে। এতে বিজেপির অন্তত ১০/১৫ জন আহত হয়েছেন।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন বাজার ও বিজেপি অফিসের সামনে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.