নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
শনিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে কচুয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক শিক্ষক ও সমবায়ী সমীরবরণ পাইকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী ও কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান।
এছাড়া বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, কচুয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি তারিকুল ইসলাম, গোপালপুর সঞ্চয়ী সমবায় সমিতির সভাপতি প্রিয়লাল, সূর্যশিখা সমবায় সমিতির সহ-সভাপতি চম্পা আক্তার, শরীর সার্বিক গ্রামীণ উন্নয়ন সমবায় সমিতির সভাপতি গোবিন্দ দাসসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকবৃন্দ।
বক্তারা বলেন, সমবায় হলো দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গ্রামীণ পর্যায়ে উৎপাদন, সঞ্চয়, স্বনির্ভরতা ও নারী উদ্যোক্তা তৈরিতে সমবায়ের ভূমিকা অপরিসীম।
আলোচনা সভা শেষে অতিথিরা সফল সমবায় সমিতিগুলোর সদস্যদের অভিনন্দন জানান এবং সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

