সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে নানা আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫
শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও ঋণচেক বিতরণের মাধ্যমে দিবসটির কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. তাহেরুল ইসলাম।
গৌধুলী সমবায় সমিতির সভাপতি রহিম উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় পরিদর্শক আ.ন.ম তৌহিদুর রহমান ও চরগনেশ সার্বিক গ্রামীণ উন্নয়ন সমবায় সমিতির সভাপতি এস.এন. আবছার।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা ও সামাজিক উন্নয়ন সম্ভব।
তারা সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণচেক বিতরণ করা হয়।

