ডাসার(মাদারীপুর)প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলার পাথরিয়ার পার বাজারে বাংলাদেশ গ্রাম পল্লী চিকিৎসক সমিতি ও বালাদেশ রোগী কল্লাণ সোসাইটির আঞ্চলিক অফিস উদ্ধোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটি উদ্ধোধন করেন,পল্লী চিকিসক আবু ইউসুফস খান বাদল, চেয়ারম্যান বাংলাদেশ রোগী কল্যান সোসাইটি ,সহ-সভাপতি, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি।বাংলাদেশ রোগী কল্লাণ সোসাইটির মহা সচিব পল্লী চিকিৎসক মোঃ কাওসার হাওলাদারের পরিচারনায়, বাংলাদেশ রোগী কল্যান সোইটির মাদারীপুর জেলার আহবায়ক পল্লী চিকিৎসক মোঃ জুয়েল বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলাদেশ রোগী কল্লাণ সোসাইটির সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক আঃ মান্নান তালুকদার,পল্লী চিকিৎসক, অহিদুজ্জামান মোল্লা,আফজাল হোসেন,আনোয়ার হোসেন,মোঃ কামরুল ইসলাম,এসকেন্দার আলী মৃধা,কৃষ্ণ কান্ত সরকার,মোঃ নকিব, এস এম শাহদাৎ হোসেন প্রমুখ।

