সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে বিধবা প্রতিবন্ধী (৫১) এক নারীকে টাকার লোভ দেখিয়ে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের মামলায় জসিম উদ্দিন বাবুর্চি (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয়দের সহযোগীতায় শনিবার সকালে তাকে তার বাড়ি থেকে গ্রফতার করা হয়। সে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের উত্তর চরমজলিশপুর গ্রামের মৃত আবদুল বারেকর ছেলে। পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার জানায়, জসিম উদ্দিন বাবুর্চি গত ২৯ অক্টোবর টাকার লোভ দেখিয়ে ওই নারীকে পাশের একটি বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে জসিম পালিয়ে যান।
শুক্রবার রাতে গোপনে বাড়িতে গেলে শনিবার সকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। এঘটনায় ভুক্তভোগীর চাচী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

