Nabadhara
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Link Copied!

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুন) প্রতিনিধি

সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভূইয়া উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করেন। এরপর সমবায়ীদের নিয়ে একটি বর্ণাঢ্য মনোজ্ঞ র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা মৎস্য অফিসার রাজিয়া সুলতানা, কেটুন হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কোষাধ্যক্ষ জীবন চন্দ্র ধর, তুমলিয়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী স্যামুুয়েল আলেক জেন্ডার রোজারিও, মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সেক্রেটারী সঞ্চিতা রোজারিও, রাজনগর ইউনাইটেড কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির সরকার, চুয়ারিখোলা উত্তর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নুরুল ইসলাম নুরু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সমবায় দিবসের বিশেষ তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি। সমবায়ীরা মনে করেন সম্মিলিত উদ্যোগেই সমবায়ের মাধ্যমে সমাজ উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জন সম্ভব।

এই সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা কৃষি উন্নয়ন করপোরেশন বহিৃ শিখা রায় সহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রতিষ্ঠান ও সমবায়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।