মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) জনাব এম সাব্বির হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য মহম্মদপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক অধ্যক্ষ (অবঃ) মোহাঃ মতিউর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি এম সাব্বির হাসান বলেন,
সমবায়ের মূল শক্তি হলো ঐক্য। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং স্বনির্ভর সমাজ গঠনে সমবায় সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে কাজে লাগিয়ে সমবায়ের আদর্শ বাস্তবায়ন করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো: রফিকুল ইসলাম, মহম্মদপুর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য-সচিব ও সাবেক চেয়ারম্যান মো: আক্তারুজ্জামান,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা,প্রেসক্লাবের সহ-সভাপতি ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান পলাশ, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আবুল খায়ের রনি প্রমূখ।
অনুষ্টান’টি সার্বিক সঞ্চালনা করেন মহম্মদপুর বার্তার প্রকাসক ও সম্পাদক মো: সালাহউদ্দীন আহম্মেদ মিল্টন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

