Nabadhara
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে উদযাপিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস।

শনিবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ গোলাম মোর্শেদ মৃধা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ। তিনি বলেন, “সমবায় আন্দোলন শুধুমাত্র অর্থনৈতিক নয়, এটি সামাজিক ঐক্য ও আত্মনির্ভরতার প্রতীক। সমবায়ের মাধ্যমে মানুষ একত্রিত হয়, এবং উন্নয়নের পথ সুগম হয়।

সভায় আরও বক্তব্য রাখেন: উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান রফিকুল ইসলাম, হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস, হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল স্কুলের পরিচালক ও নিউ অগ্রণী মাল্টিপারপাস সভাপতি তাজুল ইসলাম বুলবুল, এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সমবায়ীরবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, “সমবায় আন্দোলন শুধুমাত্র অর্থনৈতিক নয়, এটি সামাজিক ঐক্য ও আত্মনির্ভরতার প্রতীক। সমবায়ের মাধ্যমে মানুষ একত্রিত হয়, এবং উন্নয়নের পথ সুগম হয়।

 

হোসেনপুরে বর্তমানে মোট ১২৭টি সমবায় সমিতি কার্যক্রম চালাচ্ছে, যেখানে সদস্য সংখ্যা প্রায় ১৪,০৪২ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।