আবিদ হাসান, হরিরামপুর,( মানিকগঞ্জ) প্রতিনিধি
এগারো বছর বয়স পার হতেই কোরআনের হাফেজ হলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের হাফেজ তানজিম রহমান রিহাম।
রিহাম দড়িকান্দি গ্রামের মাওলানা খলিলুর রহমানের মেঝো ছেলে। মাওলানা খলিলুর রহমান আয়েশা সিদ্দিকা রাঃ মহিলা মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এমনকি খলিলুর রহমানের বড় ছেলে হাফেজ তাসনিম রহমান রিফাতও ১১ বছর ১১ মাসেই কোরআনের হাফেজ হয়েছেন। বড় ছেলে রিফাত ১২ বছরের ১৭ দিন বাকি থাকতেই কোরআনের হাফেজ হয়ে বর্তমানে মাওলানা লাইনে লেখাপড়া করছে।
ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে পর্যায়ক্রমে দুই ভাই ই হাফেজ হয়েছেন বলে খুশি মাওলানা খলিলুর রহমান। তার এই সাফল্যে পুরো গ্রাম খুশির জোয়ারে ভাসছেন, এমনকি দাওয়াত করে সবাইকে খায়িয়েছেন, আর গ্রামবাসী খলিলুরের এমন সাফল্যে মিষ্টি নিয়ে দেখতে যান অনেকেই।
মাওলানা খলিলুর রহমান জানান, আমার ব্যতিক্রম কিছু করার ইচ্ছে অনেক আগে থেকেই। দুই ছেলেকে হাফেজি পাস করিয়েছি। বড় ছেলেকে মাওলানা পড়াচ্ছি। দুই ছেলেকে ইসলামিক লাইনে আরও বেশি পড়ানোর ইচ্ছে আছে। আর তিন বছরের ছোট মেয়েকেও ইসলামিক লাইনে পড়ানোর ইচ্ছে আছে বলেও জানান তিনি। দুই ছেলেসহ পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাওলানা খলিলুর রহমান।

