Nabadhara
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে সমবায় দিবস উদযাপন

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (১ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

এরপর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস।
উপজেলা ইউসিসিএ লিঃ এর সভাপতি হামিদুল হক বাবলুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ।

সভা সঞ্চালনা করেন শিক্ষক মো. রফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাথী দাস বলেন, কিছুক্ষণ আগে আমাদের সহকারী কমিশনার (ভূমি) আমার কাছে আক্ষেপ করে বললেন, এখানে এক বছর এ্যাসিল্যান্ড হিসেবে আছি, তাদের মধ্যে যে ভূমিকা থাকার কথা ছিলো সেই ভূমিকা কিন্তু নেই। তিনি সমবায় সুবিধা ভোগীদের উদ্দেশ্যে বলেন, যেটা আপনারা নামে মাত্র ঋন নিয়েছেন, আবার সেটা পরিশোধও করছেন, কিন্তু সেখান থেকেই আপনাদের উন্নতি হয়েছে কি না সেটা আগে দেখবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।