Nabadhara
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ক্ষমতায় গেলে মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলব: ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

বাংলাদেশের নারী শক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলতে বিএনপি ক্ষমতায় এলে কাজ করবে। মাগুরার মহম্মদপুরে উপজেলা মহিলা দলের আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী শনিবার (১ নভেম্বর) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

তিনি বলেন, “নারীরা মাঠে, অফিসে ও শ্রমিক হিসেবে কাজ করে, পরিবারের দায়িত্ব পালন করে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাই তাদের অবদান ছাড়া দেশের উন্নয়ন কল্পনা করা যায় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী সমাজকে সম্পৃক্ত করতে আমাদের বিশেষ গুরুত্ব রয়েছে।”

 

উপজেলা মহিলা দলের আহ্বায়ক রওশনা আরা ইয়াসমিনের সভাপতিত্বে সমাবেশে বিপুল সংখ্যক মহিলা নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। জেলা মহিলা দলের সদস্য সুলতানা রউফুন্নাহার রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বার কাউন্সিলের সভাপতি অ্যাড. খাঁন রোকনুজ্জামান, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মিথুন রায় চৌধুরী, মাগুরা জর্জ কোর্টের পি পি (মহিলা ও শিশু) অ্যাড. মনিরুল ইসলাম মুকুল এবং বাবুখালী মহিলা দলের সুরভী খানম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।