ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহকে পরিকল্পিত, আধুনিক ও সমৃদ্ধি জেরে পরিণত করতে মাস্টার প্লান তৈরি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহ জেরা পরিষদ অডিটরিয়ামে এই সেমিনারের আয়োজন করেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
সেমিনারে জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতা, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষা ও উন্নয়ন বিষয়ক আলাদা প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, ঝিনাইদহে প্রচুর সম্পদ থাকলেও সঠিক ব্যবহার না হওয়ায় অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে আছে। সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় নজরদারি প্রয়োজন। হানাহানি ও অপরিকল্পিত ব্যবহার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে।
বিএনপি নেতা কামাল আজাদ পান্নু বলেন, “উন্নয়নের মাস্টার প্লান বাস্তবায়ন করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ব্যবসায়িক ও দৈনন্দিন আচরণে মানসিকতা পরিবর্তন আনলেই উন্নয়ন সম্ভব।”
জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর বলেন, “দূর্নীতিমুক্ত পরিবেশ এবং বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশ ও জেলা দ্রুত উন্নতির পথে অগ্রসর হবে।”

