তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ” এই প্রতিবাদ্য কে সামনে রেখে সাতক্ষীরার তালায় সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় শোভাযাত্রা শেষে তালা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সমবায় পরিদর্শক রমেন্দু বাছাড়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার।
বক্তব্য রাখেন, তালা থানা (ওসি) তদন্ত মোঃ সাখাওয়াত হেসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, বিশিষ্ট সমবায়ী সাংবাদিক গাজী জাহিদুর রহমান, মুসলিমা খাতুন ও মুসফিকুজ্জামান ইমন।
অনুষ্ঠানে উপজেলায় সরকারী রাজস্ব প্রদানে সর্বোচ্চ অবদানের জন্য ১টি কেন্দ্রীয় সমিতি ও ১০টি প্রাথমিক সমিতির পুরস্কার প্রদান করা হয়।

