Nabadhara
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে ছুটির দিনেও চলছে ক্লাস

নওগাঁ প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি আট দিন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। সে কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হয়। এ শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে নওগাঁর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে দ্বিতীয় শনিবারে চলছে ক্লাস।

চলমান এ বৈরী আবহাওয়ার মধ্যেও বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। শ্রেণি কার্যক্রম চলায় প্রচণ্ড খুশি নওগাঁর শিক্ষার্থী ও অভিভাবকরা।

জানা যায়, শিক্ষক-কর্মচারিদের তিন দফা দাবি আদায়ের জন্য গত ১৩ অক্টোবর সোমবার থেকে ২১ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত আট দিন কেন্দ্রীয় নির্দেশনায় কর্মবিরতি পালন করেন জেলার সকল প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এ কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি হয়েছে তা পূরণের লক্ষ্যে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি পরীক্ষার আগ পর্যন্ত শনিবারে ক্লাস চালানোর জন্য অনুরোধ করেন।

তাঁর অনুরোধে বার্ষিক পরীক্ষার আগের ৪ শনিবার শ্রেণি কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেন নওগাঁর শিক্ষক-কর্মচারীরা। সে মোতাবেক তাঁরা দ্বিতীয় দিনের মতো আজ শনিবার ক্লাস পরিচালনা করছেন।

জেলার পত্নীতলা উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও খিরসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক ও আকবরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, আমাদের দাবি পূরণ করায় অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই। সেই সাথে আমাদের শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য কেন্দ্রীয় নির্দেশনায় আমরা শনিবারেও শ্রেণি কার্যক্রম পরিচালনা করছি।

নওগাঁ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রাণীনগরের মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর প্রাং বলেন, আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলা আন্দোলন থেকে শ্রেণি কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। এতে করে শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হয়। সেই ঘাটতি পূরণে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শনিবার ক্লাস চলছে।

বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেছে। আমি জেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে এ জেলার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানায়। আমরা কেন্দ্রীয় এ নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।