যশোর প্রতিনিধি
যশোরে গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়ন, জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মচারীরা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ বেতন কাঠামো, ন্যূনতম জীবনযাপনের নিশ্চয়তা এবং বাইসাইকেল ও পোশাক সরবরাহের দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ডাক বিভাগের বহু কর্মচারীর বেতন এখনও ব্রিটিশ আমলের মতোই রয়েছে—যার ফলে পরিবার-পরিজন নিয়ে বাঁচা প্রায় অসম্ভব। তারা চার দফা দাবি তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে বেতন ও ভাতা বৃদ্ধি, বিলিকারী ও বহনকারীদের জন্য সরঞ্জাম ও পোশাক, উৎসব ভাতা প্রদান এবং পে-স্কেল বাস্তবায়ন।
যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আকাশ খান বলেন, “দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে কর্মসূচি ঘোষণা করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.