পটুয়াখালী প্রতিনিধি
এন সি পি দক্ষিণ অঞ্চলের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ বলেছেন,চুপ্পুর থেকে জুলাইর সার্টিফিকেট নিতে হবে ,তার চেয়ে আমাদের সকলের একসাথে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। কোন অধ্যাদেশ না,অতি দ্রুত এর আদেশ জাড়ি করতে হবে । আর এ আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস।
হাসিনার আমলে ২০০০ এর মত শহীদ হয়েছে । অনেকে আহত হয়েছে আর এখন আবার জুলাই বিপ্লবের সার্টিফিকেট নিতে হবে চুপপুর থেকে। ছোট হাসিনার কাছ থেকে কেন সার্টিফিকেট নেব? নিলেতো বড়টার কাছ থেকেই নিব। আসলে ওরা বড়টার কাছ থেকে নিতে চায় কিন্তু বলতে পারে না। কোন শহীদ ও আহত পরিবার জুলাই বিপ্লবের সার্টিফিকেট চুপ্পুর কাছ থেকে নিতে রাজি নয়।
এটা অভ্যুত্থানকে বিতর্কিত করার একটি চেষ্টা মাত্র। এটা জুলাই শহীদ ও আহতদের সাথে গাদ্দারির শামিল। তিনি আজ শনিবার পটুয়াখালীতে এনসিপি আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও জেলা সমন্বয়ক এডভোকেট জহিরুল ইসলাম মুসার সভাপতিত্বে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এনসিবির এই জেলা সমন্বয়ে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম মূখ্য সংগঠক ডাঃ মাহমুদা মিতু, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন; যুগ্ম সদস্য সচিব মেজবাহ মুন্না, কেন্দ্রীয় সদস্য ও প্রধান সমন্বয়কারী, বরিশাল জেলা আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নেতার উদ্দিন।
সভায় নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জেলা ও উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।
সমন্বয় সভায় আরো বলেন এনসিবির দক্ষিণ অঞ্চলের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ আরো বলেন, বিএনপি বলে আমরা জামাতের সাথে আছি আর জামাত বলে আমরা বিএনপির সাথে তার মানেই আমরা সঠিক পথে আছি।
জুলাই সনদের স্বাক্ষরের বিষয়ে বিএনপিকে ইঙ্গিত করে বলেন, জুলাই সনাদের স্বাক্ষর করেছে জরিনার সাথে এখন বলে সংস্কার করতে হবে ছকিনার সথে।
এন সি পি আগামীতে ক্ষমতায় আসলে মালিক হবে না, জনগণের সেবক হবে। দারোয়ানের ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.