ঝিনাইদহ প্রতিনিধি
ন্যায্য মূল্যে সার ও কীটনাশক সরবরাহ, সার সিন্ডিকেটের সাথে জড়িতদের গ্রেফতার, বিচার, কৃষকের সামাজিক পেনশন, সরকারি রেটে রেশন এবং জিকে সেচ প্রকল্পের সারাবছর পানি সরবরাহের দাবিতে আজ রবিবার সকাল ৮ টায় ঝিনাইদহের জেলার কাতলাগাড়ি বাজারে হাটসভা ও কৃষকবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষক সংগঠক রহুল আমিন জোয়ার্দার। রাখেন বাংলাদেশ কৃষক সমিতির ঝিনাইদহ জেলা কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতা স্বপন বাগচী, প্রভাষক শাহাদাত হোসেন, ক্ষেতমজুর সমিতি জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য সুজন বিপ্লব, কৃষক সমিতির নেতা হেলাল উদ্দিন, ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির সদস্য ওহাব মল্লিক, উদীচী ছাত্র ইউনিয়ন সংগঠক সুব্রত বিশ্বাস, আতিক আহমেদ প্রমুখ।
ফসল ও বীজ সংরক্ষণে হিমাগার প্রতিষ্ঠা, প্রতিটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র চালু, ন্যায্যমূল্যের দোকান, সারাবছর জিকে সেচ প্রকল্পের পানি সরবরাহ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার কোন উদ্যোগ নিচ্ছেনা। কৃষিব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কারের কোন কমিশন নেই। ঐক্যমত কমিশন নামে হলেও কৃষকের জন্য কাজ নেই গঠিত কমিশনে। কৃত্রিম সার সংকট, অসমবন্টন ও সার সরবরাহের দুর্নীতি-ভুলনীতির তীব্র সমালোচনা করে কৃষিপণ্যের লাভজনক দাম নির্ধারণসহ হাটসভা থেকে ন্যায্য দাবি আদায়ে কৃষকজনগণের বৃহত্তর আন্দোলন ও কৃষক-শ্রমজীবী মানুষের বিকল্প রাজনৈতিক উত্থানে বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

