রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াদ মোল্লা (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ মোল্লা রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বাড় দোয়াল গ্রামের রহমত আলী মোল্লার ছেলে। জীবিকার তাগিদে স্থানীয় কাদেরিয়া বেকারিতে কাজ করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দোকানের মালপত্র আনতে রিয়াদকে পাঠানো হয়। পথে পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে শ্রীপুর থেকে বাজারের দিকে যাচ্ছিলেন তারা। ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে রিয়াদ গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ মোল্লাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত অন্য দুইজনকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনায় তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.