Nabadhara
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে জমি নিয়ে বিরোধে কলাবাগান কেটে দিলো দুর্বৃত্তরা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে জমি এবং জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের পুরোনো বিরোধকে কেন্দ্র করে এবার প্রতিপক্ষের একটি সম্পূর্ণ কলাবাগান কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে। রবিবার (২ নভেম্বর) ভোরের আলো ফোটার আগেই এই ঘটনাটি ঘটায় এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের বাসিন্দা রকিব উদ্দিন হাওলাদারের (পিতা: নুরমোহাম্মদ হাওলাদার) রেকর্ডীয় জমিতে গড়ে তোলা কলাবাগানটি সম্পূর্ণভাবে কেটে সাবাড় করা হয়েছে। রকিব উদ্দিনের দাবি, একই গ্রামের আলী আকবার মোল্লার নেতৃত্বে ভাড়াটে লোকজন দিয়ে রাতের অন্ধকারে এই ধ্বংসাত্মক কাজটি করানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রকিব উদ্দিন এবং আলী আকবর মোল্লার মধ্যে এই জমি ও এর ওপর দিয়ে যাতায়াতের রাস্তা নিয়ে তীব্র বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে আদালতে একাধিক মামলা-মোকদ্দমাও বিচারাধীন রয়েছে। সম্প্রতি, রকিব উদ্দিন তার নিজস্ব জমির ওপর দিয়ে চলাচলের রাস্তাটি কেটে সেখানে কলাবাগান তৈরি করেন। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপের প্রতিশোধ নিতেই প্রতিপক্ষ কলাবাগানটি কেটে দিয়েছে।

রকিব উদ্দিনের অভিযোগ, আলী আকবার মোল্লা তার ভাড়াটে লোক দিয়ে আমার বাগানের সব কলাগাছ কেটে দিয়েছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।

তবে অভিযুক্ত আলী আকবার মোল্লা তার বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।
আলী আকবার মোল্লার বক্তব্য রকিব উদ্দিন নিজেই নিজের বাগানের গাছ কেটে উল্টো আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। এই অভিযোগ ভিত্তিহীন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে দ্রুততম সময়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।