Nabadhara
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে মাদ্রাসা বিভক্তি, প্রতিষ্ঠাতা পরিবারের আচরণ ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগ, নতুন প্রতিষ্ঠান শুরু

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। ঐতিহ্যবাহী গোলাম সরোয়ার হাফেজিয়া ও নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের খামখেয়ালী আচরণ এবং শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পুরো শিক্ষকমণ্ডলী ও শতাধিক অভিভাবক মূল প্রতিষ্ঠান ত্যাগ করেছেন। তাদের উদ্যোগে মাদ্রাসার পাশেই ‘কোরআন গার্ডেন রুহানিয়া মাদ্রাসা’ নামে একটি নতুন হাফেজিয়া প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ঐতিহ্যবাহী মাদ্রাসায় আকস্মিকভাবে প্রধান শিক্ষক মাওলানা মো. আল মামুন এবং শিক্ষক হাফেজ মাসুদুর রহমানকে কোনো পূর্বঘোষণা ছাড়াই পদত্যাগে বাধ্য করা হয়। এই অন্যায় পদক্ষেপের প্রতিবাদ জানান সহকর্মী শিক্ষক মাওলানা আব্দুস সবুর, মাওলানা আবু জাফর এবং মাওলানা আতাউল্লাহ।

অভিযোগ উঠেছে, এই ঘটনার মূল হোতা মাদ্রাসার দাতা সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. নাসির উদ্দিন হাওলাদার। জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানটির কোনো কার্যকর পরিচালনা কমিটি নেই, যা প্রশাসনিক বিশৃঙ্খলা বাড়িয়েছে।

সেনাবাহিনী ও পুলিশের সদস্য এনে আমাদের ভয়ভীতি দেখিয়ে জোর করে ইস্তফায় (পদত্যাগপত্রে) স্বাক্ষর করানো হয়। আমাদের আচরণ দেখে মনে হচ্ছিল আমরা যেন অপরাধী! কোনো প্রমাণ ছাড়াই আমাদের বিরুদ্ধে নানা অপবাদ রটানো হয়েছে।

শিক্ষক লাঞ্ছনার এই ঘটনার পরই শিক্ষক ও ক্ষুব্ধ অভিভাবকরা মিলে দ্রুত বিকল্প পথে হাঁটেন। মূল মাদ্রাসার পাশেই প্রতিষ্ঠিত হয় ‘কোরআন গার্ডেন রুহানিয়া হাফেজিয়া মাদ্রাসা’।
সম্প্রতি এই নবগঠিত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— পবিপ্রবি’র সহকারী রেজিস্ট্রার জসিম উদ্দিন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব মেহেদী হাসান পলাশ, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

অভিভাবক মনিয়ারা আক্তার, রুনিয়া আক্তার ও আব্দুল জলিলসহ অন্যান্যরা বলেন, প্রতিষ্ঠাতা পরিবারের অন্যায় আচরণ ও শিক্ষক লাঞ্ছনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। সন্তানদের সম্মান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় আমরা বাধ্য হয়ে বিকল্প প্রতিষ্ঠান গড়তে উদ্যোগী হয়েছি।

উপস্থিত অভিভাবকরা আরও জানান, এর আগেও প্রতিষ্ঠাতা পরিবারের এমন খামখেয়ালী আচরণের প্রতিবাদে আন্দোলনের চেষ্টা করা হয়েছিল। তবে এবার পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোয়, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পাঠদান চালিয়ে যেতে পারে, সেজন্য বিকল্প মাদ্রাসার যাত্রা শুরু হলো।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মো. নাসির উদ্দিন হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া সম্ভব হয়নি।

শিক্ষক ও অভিভাবকদের এই ঐক্যবদ্ধ প্রতিবাদ দুমকিতে শিক্ষাব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করল, যেখানে শিক্ষার পরিবেশ ও শিক্ষকের মর্যাদা রক্ষার বিষয়টিই মূল প্রাধান্য পেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।