গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
টাইফয়েড টিকাদান কর্মসূচী নিয়ে বরিশালের গৌরনদীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা এগারটায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্তা জারাব সালেহীনের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা শিক্ষা অফিসার তাছলিমা বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌকির আহম্মেদ, মেডিকেল অফিসার ডা. প্লাবন হালদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক ইবনে বাহার, ইপিআই টেকনিশিয়ন ফিরোজ আলম, পৌর জামায়াতের আমীর হাফিজুর রহমান, প্রেসক্লাবের প্যানেল আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া প্রমূখ। সভায় বক্তারা টাইফয়েড টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন সমস্যা এবং সমাধানে করণীয় সম্পর্কে মতামত তুলে ধরেন।

