শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ৩২টি প্রাতিষ্ঠানিক পুকুরে বিভিন্ন প্রাজাতাতির এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
সোমবার বেলা সাড়ে ১১টায় চিতলমারী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও ইউএনও মোঃ লিটন আলী।
এসময় মৎস্য কর্মকর্তা এস,এম জিল্লুর রহমান রিগান, কৃষি কর্মকর্তা মোসাঃ রাজিয়া সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা আবু মুসা, যুব উন্নয়ন কর্মকর্তা মো: সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা স্বপনা, নির্বাচন অফিসার আব্দুল মজিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, রাজস্ব বাজেটের আওতায় ২০২১- ২০২২ অর্থ বছরে উপজেলার বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের প্রাষ্ঠানিক পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে।