মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
দখল হয়ে যাওয়া নড়াইলের মধুমতি নদী দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করলেন কালিয়া উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু রায়হান।
সোমবার (২৩আগস্ট) দিনব্যাপী অভিযানে উপজেলার নবগঙ্গা নদীর শাখা মধুমতি নদীতে অবৈধ ভাবে দখল করা ও মাছ শিকারীদের আর্থিক জরিমানাসহ বিপুল পরিমান জাল জব্দ করে অভিযান শেষে পুড়িয়ে বাজেয়াপ্ত করা হয়। অভিযানের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু রায়হান বলেন, উপজেলার মধুমতি নদীসহ বিভিন্ন ছোট নদী ও খালের এপার থেকে ওপার পর্যন্ত জাল দিয়ে দীর্ঘ দিন যাবত কিছু জেলেরা অবৈধভাবে মাছ শিকার করে আসছে। এভাবে জাল আটকিয়ে রাখার ফলে মাছের চলাচলে বিঘ্ন ঘটে এবং চারা মাছ মাছগুলো আটকা পড়ে মারা যায়। যাতে করে মাছের প্রজনন না হয়ে দিন দিন কমে যাচ্ছে নদী ও খালের মাছ। তিনি আরো জানান, মাছের চলা ফেরা নির্বিঘ্ন করতে এবং প্রজনন বাড়াতে আজকে আমরা এই অভিযানটি পরিচালনা করেছি এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা বিষয়ে উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম বলেন, নদী ও খাল দখলমুক্ত করতে বার বার নির্দেশনা দেয়া হলেও জেলেরা আমাদের কথায় কর্ণপাত না করায় আজ আমরা মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ ধারা লঙ্ঘনের দ্বায়ে ৫/১ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করি। উক্ত মোবাইল কোর্টে একজন জেলেকে ২ হাজার টাকা জরিমানা ও অবৈধ ভাবে পেতে রাখা জাল উদ্ধারপূর্বক পুড়িয়ে ফেলা হয়েছে।