Nabadhara
ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা বিএনপির নতুন দায়িত্বে মনিরুল হাসান বাপ্পী, তেরখাদায় আনন্দ মিছিল ও সমাবেশ

খুলনা প্রতিনিধি
নভেম্বর ৩, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনিরুল হাসান বাপ্পী নির্বাচিত হওয়ায় তেরখাদা উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেনের নেতৃত্বে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি বিএনপির খুলনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন।
বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দিলু, কে এম মোস্তাক আহমেদ, সাবেক প্রচার সম্পাদক মো. রবিউল ইসলাম লাখু, আব্দুল হক সিকদার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আরিফ, বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন, মো. লালিম শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. গোলজার আলম, ইউনিয়ন বিএনপি নেতা লুনিক লস্কর, সাবেক ছাত্রনেতা সরদার জিয়াউর রহমান, উপজেলা জাসাসের সদস্য সচিব মুন্না পারভেজসহ অন্যান্য নেতারা।

এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী—সাহেদ, আশরাফ শেখ, এনামুল শেখ, এমদাদুল হক টনি, বাহার শেখ, আজিজ শেখ, দাউদ শেখ, তুষার মল্লিক, সাবু শেখ, সোহেল শেখ ও মো. বনি আমিন—সমাবেশে অংশ নেন।

বক্তারা বলেন, “মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বে খুলনা জেলা বিএনপি আরও সুসংগঠিত ও গতিশীল হয়ে উঠবে।”
তাঁরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।