Nabadhara
ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা সদরে কৃষি অফিসারের বদলি প্রত্যাহারের দাবিতে কৃষকদের মানববন্ধন

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 
নভেম্বর ৩, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মাগুরা সদর উপজেলার কৃষি অফিসার মো. তোজাম্মেল হোকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে বদলির আদেশ জারির অভিযোগ তুলে তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।

রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে শতাধিক কৃষকের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে কৃষকরা স্লোগান দেন— “সৎ কর্মকর্তার বদলি নয়, আমরা ন্যায়ের প্রত্যাশী”।

কৃষকদের অভিযোগ, কিছু স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিশ্রমী ও কৃষকবান্ধব এই কর্মকর্তাকে ষড়যন্ত্রের মাধ্যমে বদলির পাঁয়তারা করছে। অথচ মো. তোজাম্মেল হোক মাঠপর্যায়ে থেকে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, সরকারি বীজ ও সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করেছেন এবং কৃষকদের নানা সমস্যায় তাৎক্ষণিক সহায়তা দিয়েছেন।

কৃষক মো. হাসান বিশ্বাস বলেন, “আমরা তোজাম্মেল স্যারকে বদলি করতে চাই না। তিনি দিন-রাত আমাদের জন্য কাজ করেছেন। তার মতো সৎ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা এখন খুবই বিরল।”

আরেক কৃষক মো. তরিকুল ইসলাম বলেন, “তোজাম্মেল স্যার নিয়মিত মাঠে এসে আমাদের ফসলের খোঁজ নেন, পরামর্শ দেন। এমন একজন কর্মকর্তার বদলি হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।”

কৃষাণী মোছাঃ শাকিলা রহমান আবেগভরে বলেন, “কিছু ষড়যন্ত্রকারী নিজেদের স্বার্থে তাকে বদলি করাতে চায়। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি— এই বদলির আদেশ দ্রুত প্রত্যাহার করা হোক। আমাদের একটাই দাবি— ভালো কর্মকর্তার বদলি নয়, তাকে এখানেই রাখা হোক।”

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকেরা বলেন, মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা একজন সৎ ও পরিশ্রমী কর্মকর্তাকে বদলি করা হলে তা শুধু অন্যায় নয়, কৃষিখাতের জন্যও ক্ষতিকর হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বদলির আদেশ বাতিলের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।