মেলান্দহ,(জামালপুর)প্রতিনিধি
সন্ধ্যায় আনুমানিক সাড়ে ৬ টার দিকে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের বীর হাতিজা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার বাসিন্দা সিফাত,নুর ইসলাম, লিমন,রফিক,রিক্তা বেগম গংরা একই এলাকার বাসিন্দা অপর প্রতিপক্ষ শহিদুর রহমান এর পরিবারের লোকজনদের উপর সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে দা,লাঠি, লোহার রড ইত্যাদি দিয়ে তাদের বাড়ীঘরে হামলা চালিয়ে তাদের কে মারধোর করে এতে প্রতিপক্ষ শহিদুর রহমানের ছেলে শিমুল (২১) কে গুরুতর আহত করে অপর প্রতিপক্ষ সিফাত, নুর ইসলাম,রিক্তা গংরা।
পরে গুরুতর আহত মোঃ শিমুল (২১) কে উদ্ধার করে তাঁকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি অসুস্থ রয়েছে। এই বিষয়ে শহিদুর রহমান বাদী হয়ে মেলান্দহ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

