দিলরুবা খাতুন, মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মেহেরপুর সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে এডিবি ও উপজেলা উন্নয়ন তহবিল (ইউডিএফ) প্রকল্পের আওতায় আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়।
বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে মোট ২১ জন ছাত্রীকে বাইসাইকেল এবং ১১ জন অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন- সরকারের লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার প্রসার ঘটানো। আজকের এই বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণের মাধ্যমে উপকারভোগীরা আরও স্বাবলম্বী ও গতিশীল জীবনযাপন করতে পারবে।
বাইসাইকেলপ্রাপ্ত ছাত্রী আনিসা খাতুন জানান - আগে হেঁটে স্কুলে যেতে অনেক সময় লাগত। অনেক সময় দেরিতে স্কুলে পৌঁছাতাম। এখন সাইকেল পাওয়ায় সময়মতো স্কুলে যেতে পারব। পড়াশোনায় আরও মনোযোগী হতে পারব এজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম বলেন- বাল্যবিবাহ প্রতিরোধ, সুস্থ সংস্কৃতির বিকাশ ও শিক্ষার মান উন্নয়নে বাইসাইকেল শিক্ষার্থীদের উৎসাহ যোগাবে। এছাড়া অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ তাদের চলাচলের কষ্ট লাঘবে সহায়ক হবে।
হুইলচেয়ারপ্রাপ্ত বয়োবৃদ্ধ রহিমা বেগম জানন-
আমি এখন নিজের মতো করে চলাফেরা করতে পারব। এ বয়সে এমন সহায়তা পাব ভাবিনি।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.