সুজন চৌধুরী আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের আলীকদম সরকারি কলেজের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই।
উদ্বোধন শেষে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন ভবন পরিদর্শন করেন। কলেজ কর্তৃপক্ষ জানায়, এই উদ্বোধনের মধ্য দিয়ে নতুন ভবনটিতে আনুষ্ঠানিকভাবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, আলীকদম কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানা এবং আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থানজামা লুসাই বলেন, “নতুন প্রশাসনিক ভবনটি আলীকদম কলেজের শিক্ষা কার্যক্রমে নতুন গতি আনবে। মানসম্মত শিক্ষা বিস্তারে জেলা পরিষদ সবসময় পাশে থাকবে।”
তিনি এসময় শিক্ষকদের বেতন ভাতার সহায়তা হিসেবে কলেজকে ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ ভবনের আধুনিক নকশা ও পরিবেশবান্ধব নির্মাণশৈলীর প্রশংসা করেন। কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন ভবনটি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.